SSC Scam : বৃষ্টি মাথায় নিয়েই যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান, শিবপুুরে ২ ঘণ্টার নিষ্ফলা বৈঠক
ABP Ananda LIVE : বৃষ্টি মাথায় নিয়েই চাকরিহারাদের নবান্ন অভিযান। শিবপুুরে ২ ঘণ্টার নিষ্ফলা বৈঠক। ১০ মিনিটেই বেরিয়ে গেলেন মুখ্যসচিব, ৩৫ মিনিটে ডিজিপি। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযানে উত্তেজনা। বঙ্কিম সেতু পেরিয়ে মিছিল এগোতেই বারবার পুলিশের বাধা, ধস্তাধস্তি। পরীক্ষা না দিয়ে চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। মল্লিকফটকে ব্যারিকেডে ভাঙার চেষ্টা করতেই তেড়ে গেল পুলিশ। চাকরিহারাদের আন্দোলনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময় বাড়াল SSC। আজ বিকেল ৫টার বদলে আবেদন করা যাবে ২১ জুলাই মধ্যরাত পর্যন্ত। হাইকোর্টে SSC বিধি চ্যালেঞ্জ মামলার শুনানি শেষ। সুপ্রিম কোর্টে বলা নেই ২০১৬-র বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। সওয়াল রাজ্যের। রায়দান স্থগিত। জোড়া খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার খেজুরি বনধে বিক্ষিপ্ত অশান্তি। অবরোধ, ট্রাক ভাঙচুর। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু, বলছে পিএম রিপোর্ট, দাবি পুলিশের।



















