SSC News : আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি,আমরা কোনওভাবেই পরীক্ষায় বসতে চাই না : চাকরিহারা শিক্ষক
ABP Ananda LIVE : "আমরা বলেছি, নোটিফিকেশন আমরা চাইছি না। এখন সরকার দায়িত্ব নিয়ে, যাতে কোনওভাবে পরীক্ষা না হয়ে, নোটিফিকেশন না দিয়ে যাতে আমাদের চাকরিতে ফিরিয়ে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক।" বিকাশভবনে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন তাঁরা। সাংবাদিক বৈঠকে এমনই জানালেন চাকিরহারা শিক্ষকদের প্রতিনিদিরা।
চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি বলেন, "আমরা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে আজ বিকাশভবনে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আজ আমাদের আলোচনা হয়েছে বিকাশভবনে শিক্ষা দফতরের মুখ্যসচিব বিনোদ কুমার ও সেক্রেটারি শুভ্র চক্রবর্তী। আমাদের প্রথম আলোচনাতেই উঠে আসে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী। ওঁরা বলেছেন, রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফ্ট তৈরি করেছে, সেটা যথার্থ এবং স্ট্রংলি যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেটা ওঁরা খুব স্ট্রংলি উপস্থাপন করেছেন। আমরাও দেখেছি, খসড়া বেশ ভালই হয়েছে। কিন্তু, সেই রিভিউ গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা, যে তৎপরতা সে বিষয়ে আমাদের একটা প্রশ্ন ছিল। ওঁরা বলেছেন, রিভিফ গ্রহণ করার বিষয় তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না, সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর বজায় রেখে হয়। আমরা বলেছিলাম, এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। ওঁরা জানিয়েছেন, রাজ্য সরকারের যে রিভিউ ফাইল সেটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। কমিশনেরটা সম্ভবত হয়নি। আমাদের প্রশ্ন ছিল, সামার ভ্যাকেশন চলছে। জুন মাসের এক তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারং হবে, সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে ? ওঁরা বলেছেন, আমরা চেষ্টা করছি। এ বিষয়ে ওঁরা নিশ্চয়তা দিতে পারেননি।"




















