Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রীকে পিছন থেকে ধাক্কা' তত্ত্ব নিয়ে শোরগোল, কী ব্যাখ্যা SSKM-র অধিকর্তার?
বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মুখ্য়মন্ত্রীর শারীরিক অবস্থা সন্তোষজনক। সূত্রের খবর, শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য় আজ এসএসকেএমে আসতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান মুখ্য়মন্ত্রী। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়েছে। পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় করেন এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। পরে নিজের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে আগের অবস্থান থেকে কার্যত সরে আসেন তিনি। এসএসকেএমের ডিরেক্টর পরে বলেন, মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি তিনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়, কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি। এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য করেন মণিময় বন্দ্যোপাধ্যায়।