Sujan Chakrobarty:’স্বরাষ্ট্র মন্ত্রকও কি বাংলা ভাগ করতে চায়?’ প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।Bangla News
উত্তরবঙ্গকে ভাগ করার দাবি ওঠে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা থেকে। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “এটা বিজেপি নেতা অমিত শাহের সভা শুধু নয়, এটা স্বরাষ্ট্রমন্ত্রীরও সভা। তাঁর সভায় বাংলাকে ভাগ করার দাবি উঠেছে, সেই দাবি তিনি শুনেছেন। দলের একজন নেতা দিলীপ ঘোষ তিনিও সমর্থন করেছেন আর কার্যত তাঁর উপস্থিতিতে হয়েছে মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে পশ্রয় দিয়েছেন, এটা কখনো হতে পারে না। দেশকে ওরা ভাগ করতে চায়, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায়। আজ ওনার সভা থেকে এই দাবি উঠল মানে স্বরাষ্ট্র মন্ত্রকও কি তাই চায়? নইলে ওনার আপত্তি করা উচিত ছিল। আপত্তি না করার মধ্য দিয়ে কার্যত উনি সমর্থন দিলেন যেটা খুব বিপজ্জনক। এটা আমাদের রাজ্যের মানুষের মনোভাব নয় এটা সংকীর্ণ রাজনৈতিক মনোভাব থেকে যেমন তৃণমূল চলত সেই মনোভাব থেকেই বিজেপি চলছে। এটা খুব অপরাধজনক কাজ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই অপরাধের অংশীদার”।