Sujan Chakrobarty: দুর্নীতিগ্রস্তদের পক্ষে চিদম্বরম দাঁড়ালে কংগ্রেস কর্মীদের খারাপ লাগবেই: সুজন।Bangla News
হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদেরই বিক্ষোভের মুখে চিদম্বরম। কলকাতা হাইকোর্টে পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ। কংগ্রেস নেতা চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদের। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল চিদম্বরমের? কেভেন্টার্সের হয়ে সওয়াল করায় চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ। হাইকোর্টে মেট্রো ডেয়ারি-মামলা করেন অধীর চৌধুরী। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,“যারা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরাও আইনজীবী, যাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন সেও আইনজীবী। উভয়ই কংগ্রস দলের লোক কে কার সঙ্গে কী সম্পর্ক রেখে চলবেন আমার তা নিয়ে আগ্রহ নেই মন্তব্য করার। এই কেসটায় চূড়ান্ত দুর্নীতি রাজ্য সরকার করেছে। বিধানসভায় আমরা একাধিকবার প্রশ্ন তুলেছি রাজ্যসরকার কোন উত্তর দিতে পারে নি। এরম দুর্নীতিগ্রস্থ সরকারের পক্ষে যদি চিদাম্বরম দাঁড়ায় তাহলে কংগ্রেস কর্মীদের খারাপ তো লাগতেই পারে। তবে আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে চলার দায় অনেকের আছে কিনা?”