Sukanta Majumder: 'এভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না', মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে পাল্টা সুকান্ত
ABP Ananda LIVE :রেকর্ড বৃষ্টি শহরে। ভোর থেকে শহরে যে ভয়াবহ বৃষ্টি তার জেরে অকল্পনীয় পরিস্থিতি দক্ষিণবঙ্গে। রাতভর টানা ভারী বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা। জলবন্দি গোটা শহর। রাতভর তুমুল বৃষ্টিতে কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকা বানভাসি পরিস্থিতি। নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে ভোগান্তি চরমে উঠেছে। কলকাতা এবং শহরতলির নীচু এলাকাগুলিতেও জল জমেছে। পাশাপাশি কলকাতার অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে পড়ায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। এদিকে ভারী বর্ষণে জেরে বিপর্যস্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আলিপুর আবহাওয়া জানিয়েছে, পাঁচ ঘণ্টায় নজিরবিহীন বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি গড়িয়ার কামডহরিতে। খবর পুরসভা সূত্রে। ভোর চারটেয় খোলা হয়েছে লকগেট।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই ভারী বর্ষণ। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজও দিনভর বৃষ্টি চলবে। বৃহস্পতিতে ফের নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। তবে এর মধ্যে আজ সারাদিন যদি বৃষ্টি হয়, কিংবা বৃষ্টির পরিমাণ আরও বাড়ে তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

















