Suvendu On Mamta: 'মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ', কোন প্রসঙ্গে শুভেন্দুর মুখে মমতার প্রশংসা?
ABP Ananda Live: ঝন্টু আলিকে শ্রদ্ধা বিরোধী দলনেতার। কাশ্মীরে জঙ্গিদের হাতে নিহত তেহট্টর প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখ। 'ঝন্টু আলির পরিবারের সঙ্গে কথা বলেছি'। 'মুখ্যমন্ত্রী তাঁর পরিবারকে সহায়তার কথা জানিয়েছিলেন'। 'মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ' 'আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবার থেকে এসেছি'। 'পহেলগাঁওয়ের ঘটনায় দোষীরা উপযুক্ত জবাব পাবে'।
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' প্রধানমন্ত্রীর ! কখন, কোথায়, কীভাবে হামলা?
পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন তিনি। মিশনের জন্য তৈরি সেনাবাহিনী, কীভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত, তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদি।এদিন প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে ওই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কাশ্মীর হামলার পর, কীভাবে পাকিস্তানকে জবাব দেওয়া যায়, সেই গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি নিয়ে আলোচনা সারেন তিনি।


















