Suvendu Adhikari : আমাকে মেরে ফেলতেই হামলা। সব রোহিঙ্গা। বিস্ফোরক শুভেন্দু I BJP News
ABP Ananda LIVE: আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আজ কোচবিহারে শুভেনদু। কর্মসূচির পাল্টা তৃণমূলের। ১৯টি জায়গায় NRC-র বিরোধিতায় প্রতিবাদ। কালো পতাকা নিয়ে বিক্ষোভ, ধর্না। কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলা, 'হত্যার ছক', শুভেন্দুর নিশানায় অভিষেক-উদয়ন
শুভেন্দু অধিকারীর মিছিলের পাল্টা তৃণমূলের মিছিলে রণক্ষেত্র কোচবিহার। বিরোধী দলনেতার কনভয়ে লাঠি দিয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ। তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ শুভেন্দু অধিকারীর। রোহিঙ্গা দিয়ে তৃণমূলের হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, এক অভিযুক্ত গ্রেফতার। 'তৃণমূলের শান্তিপূর্ণ মিছিলের মাঝে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর উস্কানি', বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ তৃণমূলের। বিরোধী দলনেতার গাড়িতে হামলা, প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ।
Supreme Court: ‘DA কি মৌলিক অধিকার? আমাদেরও সন্দেহ আছে’, বলল সুপ্রিম কোর্ট
বকেয়া মহার্ঘভাতার দাবি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ (DA Case)। সেই নিয়ে মামলার শুনানিতে যদিও DA আদৌ মৌলিক অধিকার কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্ট এর আগে 'DA মৌলিক অধিকারের মধ্যে পড়ে' বলে মন্তব্য করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল। (Supreme Court)


















