Teachers Protest : স্ট্রোক হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের , প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের
ABP Ananda LIVE : স্ট্রোক হয়ে মৃত্যু চাকরিহারা শিক্ষকের , প্রেস বিবৃতি দিয়ে দাবি চাকরিহারাদের I অমুইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষকের মৃত্যু I 'আমাদের সহযোদ্ধা শিক্ষক প্রবীণ কর্মকার, দুটি কিডনিতে সমস্যা ছিল' I'চাকরি হারিয়ে চিকিৎসা সংক্রান্ত দুশ্চিন্তাতে জর্জরিত ছিলেন' I'মুখ্যমন্ত্রীর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এই মৃত্যু যন্ত্রনাকে ত্বরান্বিত করেছে', দাবি চাকরিহারাদের I'শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের একাধিক ব্যক্তি শারীরিক ও মানসিক যন্ত্রনায় আক্রান্ত হয়েছে', দাবি চাকরিহারাদের I
'মুর্শিদাবাদ, মালদায় ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে', পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে মোদি বললেন...
মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকী, মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।
বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।



















