Titagarh News : টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার TMC কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন-সহ ৩
ABP Ananda Live: এদিন সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগড়ের বাঁশবাগানের একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ে পাশের ঝুপড়িতে। ফ্ল্যাটের প্রোমোটারের অভিযোগ, পাঁচ তলার ওই ফ্ল্যাটটি দীর্ঘদিন জবরদখল করে রেখেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। তবে তা শেষ অবধি ধোপে টেকেনি। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে ওই তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
'সন্ত্রাসবাদদমনে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ তৃণমূলের' তবু কেন প্রতিনিধি দলে থাকছেন না ইউসুফ? স্পষ্ট করলেন অভিষেক
পহেলগাঁওকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের জিরো টলারেন্স নীতি এবং পাকিস্তানের মদতদাতার ভূমিকা তুলে ধরতে বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর তাতে রয়েছেন বিজেপি ও সরকারের শরিক দল ছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা। কিন্তু ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কেন ? পরিষ্কার করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
JDU-র সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারা দেশের এবং জাতীয় স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিনিধিদল পাঠানো নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই, কিন্তু দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে তৃণমূলই সিদ্ধান্ত নেবে। বিদেশ নীতি একান্তভাবেই কেন্দ্রের বিষয় এবং এটা পরিচালনা করা সম্পূর্ণ ভাবে তাদেরই দায়িত্ব।



















