Titagarh News: কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের পরেও টিটাগড়ে কাটা গ্যাসের রমরমা
ABP Ananda LIVE: কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরণের পরেও টিটাগড়ে কাটা গ্যাসের রমরমা । এবিপি আনন্দে খবর সম্প্রচার হতেই বন্ধ ব্যবসা । ঝাঁপ ফেলে উধাও দোকান মালিক, কর্মীরা । টিটাগড় ৪ নম্বর ওয়ার্ডে বি টি রোডে চলছিল কাটা গ্যাসের কারবার । টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণ। ঘনবসতি এলাকায় প্রচুর সিলিন্ডার মজুত, যে কোনও সময় ঘটতে পারে বিস্ফোরণ । এবিপি আনন্দের ক্যামেরা দেখেই পালান এক ব্যক্তি । খবর সম্প্রচার হতেই আজ বন্ধ কাটা গ্যাসের কারবার
শুভেন্দুর 'জঙ্গি'-খোঁচা
বুধবার, জঙ্গি নিয়ে সতর্কতার সুর শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার, পাল্টা মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, উনি ৫৪০ কিলোমিটার জমিটা MHA-BSFকে তুলে দিক, জঙ্গি ওঁকে খুঁজতে হবে না, BSF-NIA খুঁজে নেবে।




















