Chiranjeet Chakraborty:টালিগঞ্জের কলা-কুশলীদের ভিড় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন Tmc বিধায়ক চিরঞ্জিত
ABP Ananda Live: আদ্যোপান্ত রাজনৈতিক অনুষ্ঠানে টালিগঞ্জের কলা-কুশলীদের ভিড় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তৃণমূলের ৩ বারের তারকা বিধায়কের এই তীর্যক মন্তব্য় যে ভালভাবে নিতে পারেননি তৃণমূলের নব্য় নেতা-নেত্রীরা তা স্পষ্ট! রাজ চক্রবর্তী থেকে লাভলি মৈত্ররা বলছেন, ইন্ডাস্ট্রি ছোটো হয়ে গেছে তেমনটা মানতে তাঁরা নারাজ। একই মত বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের। তৃণমূলের পরিচালক-অভিনেত্রী বিধায়করা দলেরই বর্ষীয়ান বিধায়কের মন্তব্য়ের সঙ্গে সহমত না হলেও, চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য়কে সমর্থন করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
'১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।"

















