Ankita Adhikari: SSC-দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে দলীয় পদে বসাল তৃণমূল। ABP Ananda Live
West Bengal News: হাইকোর্টের নির্দেশে SSC-দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে দলীয় পদে বসাল তৃণমূল। কোচবিহারে তৃণমূলের জেলা সম্পাদক হলেন মেখলিগঞ্জের বিধায়ক ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। দলের নির্দেশ মেনে কাজ করব, প্রতিক্রিয়া অঙ্কিতার। SSC-দুর্নীতিতে প্রসঙ্গে খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির বহু শীর্ষ নেতাই দুর্নীতিগ্রস্ত, পাল্টা দিয়েছে তৃণমূল।
বেনিয়মের দায়ে শিক্ষিকার পদ থেকে সরিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই তাঁকেই রাজনীতিতে নতুন দায়িত্ব দিল তৃণমূল। প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে কোচবিহারের জেলা সম্পাদক করল তৃণমূল। ২০১৮ সালে পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর মেয়ে চাকরি পান কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। ২০১৮ সালের ২৪ নভেম্বর বাড়ির পাশের স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দেন তিনি।
কিন্তু অঙ্কিতার বিরুদ্ধে কম নম্বর পেয়ে এবং বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগে মামলা করেন ববিতা সরকার বলে শিলিগুড়ির বাসিন্দা এক চাকরিপ্রার্থী। তিনি অভিযোগ করেন, SSC-র প্রথম তালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম ছিল না। পরে নতুন মেধা তালিকায় দেখা যায়, প্রথম স্থানে রয়েছে অঙ্কিতার নাম। ফলে তালিকায় ২০ তম স্থানে থাকা ববিতা চলে যান ২১ নম্বরে। আদালতে SSC-র তরফেও জানানো হয়, শিক্ষা প্রতিমন্ত্রীর অঙ্কিতা অধিকারী মেয়ে কোনও পার্সোনালিটি টেস্ট দেননি!