Mamata Banerjee: পরীক্ষায় বসুন, বয়সে ছাড় দেওয়া হচ্ছে, সসম্মানে ফিরে আসুন, বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Live: যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁরা শিক্ষা দফতরেও যোগ দিতে পারেন। তাছাড়া আরও তিন-চারটে দফতরের অপশন দেব। নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কী দোষ করলাম! পাল্টা বললেন আন্দোলনকারী চাকরিহারারা। রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধীরাও।
'আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি, এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ?' মমতাকে খোঁচা শুভেন্দুর
"আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি... তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে, এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ?" মুখ্যমন্ত্রীর চাকরির-বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায়েই সোশাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। "যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন তার কি গ্যারান্টি আছে?"-সহ তিন দফা প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, "আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের ? আজ তাঁরা আপনার এই ঘোষণাকে ‘মৃত্যুপরোয়ানা' বলে উল্লেখ করেছেন।"



















