Basanti News: 'রাজ্য় পুলিশের ওপর ভরসা নেই, CBI তদন্ত চাই', মন্তব্য় বাসন্তীর মৃত তৃণমূলকর্মীর মেয়ে? ABP Ananda Live
গুলি করে যুব তৃণমূল কর্মীকে খুনের পরের দিনই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। গাগরামারি এলাকায় ভোট প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে নির্দলদের সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। তৃণমূলের প্রার্থী হয়েছেন আনারুল সর্দার, অন্যদিকে, টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মুজিবর শেখ। এই দুই প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সকালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গ্রামে যায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল ভোটের টিকিটকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে তৃণমূল-যুব তৃণমূলের বিবাদে খুন হন যুব তৃণমূল কর্মী জিরারুল মোল্লা। কী বললেন মৃত তৃণমূল নেতার মেয়ে?

















