Tapas Roy: 'একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ', বিস্ফোরক তাপস রায়
ABP Ananda LIVE: 'সুদীপ (Sudip Banerjee) যখন অন্য দলে যখন চলে গেছিলেন তখন নেত্রীর সম্পর্কেও অনেক কথা বলেছেন'। 'কোনও রাজনৈতিক দল করাই অন্যায় নয়'। 'কিন্তু একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ'। 'তৃণমূলের (TMC)খাচ্ছে-পরছে কিন্তু আসলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে'। 'সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই দোষে দুষ্ট'। 'উত্তর কলকাতায় (North Kolkata) এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে গোহারা হারবে'। 'সুদীপের ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছিলাম কিন্তু নির্বাচনের পর ওর প্রথম টার্গেট হল কী করে উত্তর কলকাতা থেকে আমাকে সরানো যায়'। 'দলও আমাদের প্রার্থী না করে সোমেন মিত্রের স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে প্রার্থী করল', আক্রমণ তাপস রায়ের(Tapas Roy)।


















