RG Kar Protest: চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের, পাল্টা কী বললেন জুনিয়র ডাক্তাররা?
ফের চিকিৎসকদের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। বহরমপুর মেডিক্যালের চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা হুমায়ুন কবীরের
'বহরমপুর মেডিক্যালের ডাক্তারদের চলাফেরার ওপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসি-র হাওয়া খায়। সব লক্ষ্য রাখছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে, ৫০ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিক্যালে যাব' , সব হিসাব বুঝে নেব, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা না চাইলে, আইনি নোটিসের হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের।
৪২দিনের কর্মবিরতি, ১১দিনের ধর্নার পরে ফের কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। সরকারকে ডেডলাইন দিয়ে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি। সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের ডেডলাইন। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা। সুরক্ষার দাবিতে পুজোর মুখে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি । 'সোমবার কী হয় সুপ্রিম কোর্টে, সুরক্ষা নিয়ে কী জানায় রাজ্য সরকার?' রাজ্য সরকারের অবস্থানের দিকে তাকিয়ে সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা। 'সরকারকে শেষ সুযোগ, সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি। চেয়েছিলাম সুরক্ষা, পেলাম সাগর দত্তের ঘটনা: আন্দোলনকারী