Sougata Roy: 'বাংলায় এই ধরনের ঘটনা কম হয়, বাংলার মহিলারা সুরক্ষিত', মন্তব্য সৌগতর
ABP Ananda LIVE : 'কেউ ডাক্তারি পড়ছে, বাইরে বেরোবে, কাম্য নয়'। 'সবই নির্ভর করবে পরিবেশ-পরিস্থিতির উপর'। মন্তব্য সৌগত রায়ের
'ধৃতর বাবা তৃণমূলের স্থানীয় নেতা' ! দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের TMC যোগ, বিস্ফোরক শুভেন্দু
দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিরোধী দলনেতা দাবি করেন, গণধর্ষণকাণ্ডে ধৃত শেখ নাসিরউদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা এবং নাসিরউদ্দিন দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুরে না আসায় তিনি লজ্জিত। নির্যাতিতার চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা। অভিযোগ করেন,তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের মুখ খুলতে নিষেধ করা হয়েছে। নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে পরিবার রাজি নয় বলেও জানান শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেন, মোট চারজন গ্রেফতার হয়েছে। আজকে যে গ্রেফতার হয়েছে, নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী কর্মী। তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্ট ফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন অনেক তত্ত্ব চলছিল, আজকে আরেকচা নতুন তত্ত্ব যুক্ত হল। যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারিই যুক্ত। স্বাভাবিকভাবে, শাসক যেখানে শোষক, ...তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানেন সব কিছুই।'

















