Anubrata Mondal:কেষ্টর বিরুদ্ধে যাঁরা সাক্ষী দিয়েছিলেন, তাঁদেরও হুমকির সম্মুখীন হতে হয়েছে? নজর CBI-র
ABP Ananda Live: পুলিশ অফিসারকে কদর্য, অশ্লীল ভাষায় আক্রমণ, অনুব্রত মণ্ডলের ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে রাজ্য় জুড়ে ছি ছি পড়ে গেছে। তবে কি গরুপাচার মামলায়, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যাঁরা সাক্ষী দিয়েছিলেন, তাঁদেরও এরকম হুমকির সম্মুখীন হতে হয়েছে? এবার, সেদিকে নজর CBI আধিকারিকদের। আগামী দিনে কোনও হুমকির ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
SDPO অফিসে হাজিরা এড়াতে অনুব্রত মণ্ডল যে মেডিক্য়াল সার্টিফিকেট পুলিশকে দিয়েছেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মলয় পিট, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাঁর মেডিক্য়াল কলেজের এক চিকিৎসক সই করেছেন ওই সার্টিফিকেটে। যিনি রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। প্রশ্ন উঠছে, তবে কি প্রভাব খাটিয়েই মেডিক্য়াল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল? যদিও এনিয়ে সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পিট।


















