TMC News: রেজিনার মতো জায়গায় BJP-র হাতে TMC-র হত্য়া এটা আমার কাছে অষ্টম আশ্চর্য: অধীর
ABP Ananda LIVE : রেজিনার মতো জায়গায় BJP-র হাতে TMC-র হত্য়া এটা আমার কাছে অষ্টম আশ্চর্য: অধীর। চলতি মাসে ৪ জেলায় খুন ৬ তৃণমূল নেতা-কর্মী। ভরতপুরের পর রেজিনগর, ফের মুর্শিদাবাদে খুন তৃণমূলকর্মী । বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ নিহতের ভাইয়ের আগেও খুনের হুমকি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের, অভিযোগ নিহতের ভাইয়ের। ২১ জুলাই: রেজিনগরে আক্রান্ত হন তৃণমূলকর্মী পতিত পাল। গতরাতে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে তৃণমূলকর্মীর মৃত্যু।
২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য । এখনও পর্যন্ত হাজির ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না এলেও এসেছেন তাঁর প্রতিনিধি । রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছিলেন মূলত তাঁরাই উপস্থিত বৈঠকে, সূত্রের খবর । বৈঠকে গরহাজির বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, ঘেরাও রয়েছেন তিনি, জানালেন উপাচার্য।
বৃষ্টি কমলেও, বিপর্যস্ত সুন্দরবন। ঝোড়ো হাওয়ায় প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুরের উপকূল এলাকা। জলের তলায় চাষের জমি। সাগর, নামখানা, গোসাবায় বাঁধের অবস্থা বেহাল।


















