Anubrata Mondal : ফোনে কুকথাকাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত, জানাল বীরভূম পুলিশ। TMC News
ABP Ananda LIVE :ফোনে কুকথাকাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত, জানাল বীরভূম পুলিশ। পুলিশি তদন্তে সহযোগিতা কেষ্টর, NCW-কে দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে জানাল পুলিশ। 'কুকথাকাণ্ডে অনুব্রতকে এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। অভিযোগকারীর ২ টি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। পরীক্ষার রিপোর্ট পেলে তবেই অভিযুক্তের মোবাইল ফোন নেওয়া হবে কি না সিদ্ধান্ত'', রিপোর্টে জানাল বীরভূম পুলিশ।
বীরভূম তৃণমূল নেতা কাজল শেখ বলেছিলেন, 'এ বিষয়ে তাঁকেই জিজ্ঞাসা করা উচিত। আমার অডিও নিশ্চয় ভাইরাল হয়নি। যাঁর প্রশ্নের জবাব তিনিই দেবেন এবং তিনি দিয়েছেন।' এদিকে, একই পুলিশ অফিসারকে হুঁশিয়ারি দেওয়ায়, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, সেখানে অনুব্রত মণ্ডলকে কেন দল থেকে সাসপেন্ড করবে না তৃণমূল? তৃণমূলে হেভিওয়েট নেতা বলেই কি তাঁকে গ্রেফতার করছে না পুলিশ? এই সমস্ত প্রশ্ন তুলে যখন বিরোধীরা লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তখন অন্যদিকে অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়ালেন ফিরহাদ হাকিম।


















