Kalyan Banerjee: 'দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না', বিস্ফোরক মন্তব্য় কল্যাণের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'দিদি আছে বলে আছি, না হলে নেই। দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না।' এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন কল্য়াণ বন্দোপাধ্য়ায়। তিনি বলেছেন, 'দু-তিন জন মন্ত্রী এমন বোঝায় না, মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের। হাফহার্টেড ফ্যাক্টস বলে তারা।' এতেই প্রশ্ন উঠছে, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের নিশানায় কোন মন্ত্রীরা? বর্ষীয়াণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় বলছেন--- 'আমাকে যদি বলে আমার চালচলন দেখলে, তাঁর দলে থাকতে ইচ্ছে করে না, তখন আমি দল ছেড়ে দেব। আমার চালচালনে যদি খারাপ লাগে বা অন্য কেউ যদি প্রভাবিত হয় তাহলে আমি থাকব না।' মন্ত্রীদের আক্রমণ করলেও, কুণাল ঘোষের সঙ্গে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুর মিলে গেছে। তিনি বলেছেন--- 'যারা মন্ত্রীতন্ত্রী হয়ে যায়, তারা চুপচাপ হয়ে যায়। আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি। আমি আর কুণাল মুখ খুলেছি।' আবার কুণাল ঘোষও বলছেন, 'আমি কল্যাণ ও কয়েকজন সরব ছিলাম। এটা তো ঠিক বাকিরা সেই সময় আমাদের মতো সরব হয়নি।'

















