Kunal Ghosh : একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম ! কাটোয়ার ঘটনায় কী বললেন কুণাল ?
ABP Ananda LIVE: একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। এমন অদ্ভূতুড়ে কাণ্ড ঘটেছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। ভোটারদের কেউ মারা গেছেন ৫ বছর আগে, কারও ৩ বছর আগে মৃত্যু হয়েছে।অভিযোগ, তারপরেও ভোটার তালিকায় বহাল তবিয়তে বেঁচে আছেন মৃত ভোটাররা। 'BLO-র স্বামী-ছেলে বিজেপি করেন বলেই ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারদের নাম কাটা হয়নি', চাঞ্চল্যকর অভিযোগ দাঁইহাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরের। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন BLO। মৃত ভোটারদের ভোটে জিতে এবার ধরা পড়ার ভয়ে ভীত তৃণমূল, কটাক্ষ বিজেপির
স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ যোগ্য প্রার্থীদের। নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। রাজ্য-কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। 'স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ৪৫ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ২০২৫-এর ৫০ শতাংশ কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না' , জানাল সুপ্রিম কোর্ট।


















