TMC News: 'পঞ্চবটিতে বসলে হবে না, এক বাটিতে বসে দল করতে হবে', বার্তা সেচমন্ত্রী মানস ভুঁইয়ার
ABP Ananda Live: গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার কর্মীদের বার্তা সেচমন্ত্রী মানস ভুঁইয়ার। 'পঞ্চবটিতে বসলে হবে না, এক বাটিতে বসে দল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কারও ছবি ব্যবহার নয়। নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলুন'।
দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে এবার গ্রেফতার নির্যাতিতার বন্ধু। ধৃত ওয়াসেফ আলি মালদার বাসিন্দা। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা ঘটার পর থেকেই সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিবৃতি নেওয়া হয়। আজ তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। তাতে বেশ কিছু তথ্য পাওয়া যায় সহপাঠীর বিরুদ্ধে। সেই তথ্যপ্রমাণ পাওয়ার পর, সহপাঠীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। শেষমেশ তাকে গ্রেফতার করা হল। অর্থাৎ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ' মামলায় এর আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল নির্যাতিতার সহপাঠীকে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন যে, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবার তাকে গ্রেফতার করা হল। কাল ধৃতকে আদালতে তোলা হবে।




















