TMC News : কসবাকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে । Kasba Incident
ABP Ananda LIVE : সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি--কে নেই তালিকায়! এরইমধ্যে শুভেনদু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের একটি ছবি পোস্ট করে আক্রমণ শানিয়ে লিখেছেন, "অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি। বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড়ে হয়েছে!" মোদি-সহ অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছবি দেখিয়ে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। অন্যদিকে, প্রায় নিয়মিত দলের নানা কর্মসূচি সোশাল মিডিয়ায় পোস্ট করতেন তৃণমূল কর্মী মনোজিৎ। কে নেই তালিকায় ! মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক, তৃণমূল কাউন্সিলর ! TMCP-র রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি ! সাউথ ক্যালকাটা ল' কলেজে ছাত্রীকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রীদের একাধিক ছবি ইতিমধ্যেই সামনে এসেছে ! যাতে পরতে পরতে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সামনে এসেছে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের!


















