(Source: ECI/ABP News/ABP Majha)
TMC News: তৃণমূল প্রার্থীকে সমর্থন করতে গিয়ে এককাট্টা হলেন, ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের কর্তারা!
ABP Ananda Live: আর জি করকাণ্ডের প্রতিবাদে নজিরবিহীনভাবে এককাট্টা হয়েছিল ময়দানের তিনপ্রধানের সমর্থকরা। এবার তৃণমূল প্রার্থীকে সমর্থন করতে গিয়ে এককাট্টা হলেন, ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডানের কর্তারা! যা বাংলার ফুটবল ইতিহাসে নজিরবিহীন। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে-র প্রচারে ভিডিও বার্তা দিলেন তিন প্রধানের তিন অন্যতম শীর্ষকর্তা। আর সেই বার্তা, সোশাল মিডিয়ায় পোস্ট করল তৃণমূল। ময়দানের তিনপ্রধানের পাশাপাশি, শাসক দলের প্রার্থীর পক্ষে বার্তা দিয়েছেন রাজ্য় ফুটবলের নিয়ামক সংস্থা IFA-র প্রধানও!
বিজেপি রাজ্য় সভাপতি বলেছেন, "বাড়ি গিয়ে পাড়ার লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুন। বলবে কেন করব ? কারণ নরেন্দ্র মোদির সরকার তৈরি হবে। মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ফর্ম ফিলআপ করুন। ভারতীয় জনতা পার্টি সরকারে এসে অন্নপূর্ণা যোজনা তৈরি করবে। তখন আমরা দেখব। কী দেখব সেটা আর বলছি না।"
বাংলায় দলের সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করে ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। '২৬-এর বিধানসভা ভোটের ২ বছর আগে সেই লক্ষ্যে নেমে পড়েছে বিজেপি। সেই কর্মসূচিতে এবার বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। এ প্রসঙ্গে বিতর্ক হলে সুকান্ত বলেন, 'আমি এটাও বলেছি নরেন্দ্র মোদির উন্নয়নের মডেলে সামিল হওয়ার জন্য়। সেটা আপনি ভুলে গেছেন।অন্নপূর্ণা যোজনা আমরা আগেই ঘোষণা করেছি। যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে অন্নপূর্ণা যোজনা শুরু করবে তিন হাজার টাকা করে।'