TMC On operation Sindoor: তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষোভ প্রকাশ, পাক-বিরোধী প্রচারে অভিষেক
ABP Ananda Live: বিদেশে 'অপারেশন সিঁদুরে'র সাফল্য় তুলে ধরতে ও পাকিস্তানের বিরুদ্ধে প্রচারে, সর্বভারতীয় প্রতিনিধি দলে কে থাকবেন, তা নিয়ে নেতৃত্বের সঙ্গে কথা না বলেই ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিল কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, 'সিস্টেম হল, মাদার পার্টিকে পুরোটা জানাতে হবে। আমাদের কাছে কোনও অনুরোধ আসেনি।' অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কেন্দ্র ঠিক করে দিতে পারে না, কে কোন দল থেকে প্রতিনিধিত্ব করবেন।' আর তৃণমূলের এই ক্ষোভকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে এরাজ্য়ের বিরোধী দলগুলো। তৃণমূলকে আক্রমণ করতে তারা টেনে আনছে, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচনের প্রসঙ্গ। ২০২১ সালে বিজেপির টিকিটে জেতার পরও আচমকা তৃণমূল ভবনে হাজির হয়েছিলেন মুকুল রায়। তারপরই মুকুল রায়কে PAC-র চেয়ারম্যান পদে বসানো হয়। যা নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। এরপর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ওই পদে বসানো হয়। তিনিও বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এখানেই বিরোধীদের প্রশ্ন, যখন বিধানসভার পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্য়ান ঠিক করা হয়, তখন কি রীতি মেনে তা বিরোধীদের দেওয়া হয়েছে?


















