TMC: 'BJP-তে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল', তৃণমূলে ফিরলেন অর্জুন সিংহের তিন ঘনিষ্ঠ আত্মীয় | Bangla News
আজই তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিংহের তিন ঘনিষ্ঠ আত্মীয়। টিটাগড়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে যোগ দেন অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ, ভগ্নিপতি সুনীল সিংহ ও তাঁর ছেলে আদিত্য সিংহ। সুনীল সিংহ নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী। অর্জুনের ভাইপো সৌরভ সিংহ ভাটপাড়া পুরসভার প্রাক্তন প্রধান। সুনীল সিংয়ের ছেলে আদিত্য বিজেপি যুব মোর্চার নেতা ছিলেন। এবারের পুরভোটে অর্জুনের তিন ঘনিষ্ঠ আত্মীয়কেই প্রার্থী করে বিজেপি।গতকাল তিনজনই প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহার করেন। ঘাসফুলে যোগ দিয়ে অর্জুন সিংহের ভাইপো জানান, বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

















