Hooghly TMC News: ভোটের পর তৃণমূলের রোষানালে তৃণমূলই? পাণ্ডুয়ায় গ্রেফতার ৪ তৃণমূল কর্মী
পাণ্ডয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলেরই একাংশ। ঘটনায় গ্রেফতার ৪ তৃণমূল নেতা-কর্মী। অন্য়দিকে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভোটের পর, এবার কি তৃণমূলের রোষানালে তৃণমূলই? হুগলির পাণডুয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তৃণমূলেরই ৪ নেতা-কর্মী। আর এই ঘটনার পরই ফের একবার প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
সোমবার হুগলির, পাণডুয়া ব্লকের তৃণমূল পরিচালিত হরাল দাসপুর পঞ্চায়েতের প্রধান এবং যুব তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলেরই অঞ্চল সভাপতি রাজা সরকার ও প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হাসিনুর রহমানের অনুগামীদের বিরুদ্ধে।


















