(Source: ECI/ABP News/ABP Majha)
Oath Ceremony: বিধায়ক হিসাবে শপথগ্রহণের জন্য রাজভবনের চিঠি পেলেন উপনির্বাচনে জয়ী দুই TMC প্রার্থী
ABP Ananda LIVE: বিধায়ক হিসাবে শপথগ্রহণের জন্য রাজভবনের চিঠি পেলেন ভগবানগোলা এবং বরানগরের উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী। বুধবার বেলা ১২টায় শপথ অনুষ্ঠান বলে জানানো হলেও, কে শপথ বাক্য় পাঠ করাবেন তার উল্লেখ নেই চিঠিতে। বিধানসভাকে পুরোপুরি অন্ধকারে রেখে পাঠানো হয়েছে চিঠি বলে অভিযোগ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায়।
শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, NEET-PG বাতিল স্থগিত করা হল। রবিবারই পরীক্ষা ছিল। পরিবর্তে কবে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দ্রুতই পরীক্ষার দিন জানিয়ে দেওয়া হবে। অতি সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষা NEET এবং UGC-NET ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ভাবে NEET-PG স্থগিত করা হল বলে জানিয়েছে কেন্দ্র।
NEET-PG স্থগিত করা নিয়ে কেন্দ্র জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও খামতি নেই নিশ্চিত করে, তবেই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, "পরিস্থিতি বুঝে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জুন, আগামী কাল যে NEET-PG নেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হচ্ছে। দ্রুত পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা হবে। এই সমস্যার জন্য পড়ুয়াদের কাছে ক্ষমাপ্রার্থী কেন্দ্র।"