Waqf Act: আর জি কাণ্ডের পর মুর্শিদাবাদকাণ্ডে 'মিনিমাম ফোর্সের' কথা শোনা গেল DG রাজীব কুমারের গলায়
ABP Ananda Live: মিনিমাম ফোর্স ব্য়বহার করা হয়েছে। আর জি করে ভাঙচুরের রাতে এমনই বলেছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এখন মুর্শিদাবাদকাণ্ডে সেটাই শোনা গেছে, রাজ্য় পুলিশের DG রাজীব কুমারের গলায়। কিন্তু অবসরপ্রাপ্ত পুলিশকর্তাদের একাংশ বলছেন, পুলিশে মিনিমাম কিম্বা ম্যাক্সিমাম ফোর্স বলে কিছু হয় না। যেরকম পরিস্থিতি তৈরি হয়, আইনের মধ্য়ে থেকে ঠিক সেই অনুযায়ী ব্য়বস্থা নিতে হয়।
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এরই মধ্যে দিকে-দিকে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন আক্রান্তরা। কোথাও দেরিতে আসার অভিযোগ, কোথাও বিএসএফকে বিপথে চালনা করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এই পরিস্থতিতে বিএসএফের স্থায়ী ক্যাম্প চাইছেন আক্রান্তরা। সোমবার ধুলিয়ানের ঠাকুরপাড়া এলাকায় যান বিএসএফের এডিজি। তাঁকে ঘিরে ধরে হাতজোড় করে এলাকায় ক্যাম্প তৈরির আর্জি জানান মহিলারা। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, শনিবার দুপুরের পর থেকে কোনও রকম অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসেনি। এদিকে ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম এখনও পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি। শনিবার, ধুলিয়ান পুরসভা এলাকায় তাঁর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। সেই থেকে এলাকাছাড়া তৃণমূল বিধায়ক।



















