Sikkim: সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়,ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়। তার উপর তিস্তা ব্যারাজের জল ছাড়ায় ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। তিস্তা বাজার, নাগরাকাটা, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিপর্যস্ত উত্তর সিকিমও।
টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। জলের তোড়ে ভাসছে গাড়ি। ভেঙে পড়ছে বাড়িও। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টির জেরে তিস্তায় জলোচ্ছ্বাস। তার উপর রাম্বি ও কালিঝোরা ড্যাম থেকে জল ছাড়ার ফলে বাড়তি বিপত্তি। জলমগ্ন হয়ে পড়ে তিস্তা বাজার এলাকা। বন্ধ হয়ে যায় কালিম্পঙ থেকে পেশক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় ফুলে ফেঁপে উঠেছে নদী। টানা বৃষ্টির জেরে তোর্সাতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার ২৪ ঘণ্টায় ১১৫.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, যা এই মরশুমের রেকর্ড বলে মনে করছে সেচ দফতর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে, ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের মন মনধুরা নদীর জল বইছে ব্রিজের উপর দিয়ে নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে শিশু শিক্ষা কেন্দ্র।