WB Assembly By Eection 2024: সকাল ১১টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সকাল ১১টা পর্যন্ত মানিকতলা ২২%, রানাঘাট দক্ষিণ-২৬%, বাগদা-২৩%, রায়গঞ্জ: ২৬%। সকাল ১১টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়েছে দেখে নিন।
রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। নির্বাচনী লড়াইয়ে রায়গঞ্জ বরাবরই নজরকাড়া কেন্দ্র। গত বিধানসভা ভোটে, রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ে, ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে তাঁর। দু'হাজার একুশের অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্য়াণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিনতু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে, ৬৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্য়াণী। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।