WB By Poll Result 2024 : নৈহাটি, সিতাইয়ে জয়ী তৃণমূল, ১ লক্ষ ৩০ হাজার ভোটে জিতলেন সঙ্গীতা রায়
ABP Ananda Live: বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে শুরু থেকেই সবুজ ঝড়। সিতাই: পঞ্চম রাউন্ডের শেষে ৬০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাট: দ্বিতীয় রাউন্ডের শেষে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুর: চতুর্থ রাউন্ডের শেষে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে তৃণমূল। তালডাংরা: দ্বিতীয় রাউন্ডের শেষে ৬ হাজার ২৮৪ ভোটে এগিয়ে তৃণমূল। নৈহাটি: ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়া: চতুর্থ রাউন্ডের শেষে ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। নৈহাটি থেকে হাড়োয়া, মেদিনীপুর থেকে তালডাংরা, সিতাই থেকে মাদারিহাট, সবকটি বিধানসভা কেন্দ্রে সবুজ ঝড়। পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ার পর নৈহাটি ছিল বিধায়কশূন্য। সেই আসনে উপনির্বাচনে পার্থকেও জয়ের ব্যবধানে টপকে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ষষ্ঠ রাউন্ডে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল ।
আর এই সবুজ ঝড়ে কার্যত উল্লসিত নৈহাটি ছেড়ে যাওয়া বিধায়ক, অধুনা সাংসদ পার্থ ভৌমিক। বললেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার যে মানুষ মানেনি , তার প্রতিফলন। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই বলেছিলাম, নৈহাটির মানুষ নিশ্চিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখে। আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম, দিদিকে আমি কথা দিয়ে এসেছি, ন্যূনতম ৪০ হাজার ভোটে উপনির্বাচনে জিতবে তৃণমূল'