WB News : 'এগুলো তো তৃণমূলের কায়দা' হুগলির গোঘাটের ঘটনায় সরব শমীক, পাল্টা কুণাল ঘোষ কী বললেন ?
ABP Ananda LIVE :হুগলির গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল হাত বাঁধা ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়ার।অভিযোগ তুলেছে মৃতের পরিবার। গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন শেখ বাকিবুল্লা। আজ সকালেপরিবারের লোকেরা দোতলার বারান্দায় বাকিবুল্লার ঝুলন্ত দেহ দেখতে পান।
একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, রাতের অন্ধকার ভেদ করে কুণ্ডলী পাঁকিয়ে উঠছে আগুনের গোলা, ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসাতে !
খিদিরপুরের পর এবার বারাসাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। কদম্বগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারাখানা, গুদাম। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দমকল সময়মত এসে পৌঁছয়নি। যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে !


















