WB News: উত্তমকুমার ব্রজবাসী, অঞ্জলি শীলের পর নিশিকান্ত দাস,রাজ্যের একের পর এক বাসিন্দাকে NRC নোটিস
ABP Ananda LIVE : ৩০ বছর পরে বাংলাদেশি-আতঙ্ক ফিরল কোচবিহারের মাথাভাঙায়! ৩ দশক আগে কাজের জন্য গুয়াহাটিতে, এতদিন অসম সরকারের নোটিস ঘিরে আতঙ্কে বৃদ্ধ।উত্তমকুমার ব্রজবাসী, অঞ্জলি শীলের পর নিশিকান্ত দাসের হাতে NRC নোটিস।মাথাভাঙার নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূলের প্রতিনিধিদল।নিশিকান্ত দাসের বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।NRC-বিতর্কে নিশিকান্ত দাসের পাশে থাকার আশ্বাস।'পুরোটাই বিজেপির চক্রান্ত, অভিযোগ তৃণমূলের।
আরও খবর...
ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব, পোস্ট মুখ্যমন্ত্রীর
ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব, পোস্ট মুখ্যমন্ত্রীর। নিউইয়র্কের NGO-র রিপোর্ট তুলে ধরে এবার বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, 'নিউইয়র্কের NGO হিউম্যান রাইটস ওয়াচও বাঙালি হেনস্থার বিষয়টিকে তুলে ধরেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা ও বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। আমরা যা বলছি NGO-র রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলি পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এসব করছে। এটা লজ্জার, বিজেপিকে আক্রমণ করে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিও এখন ভারতের বিভিন্ন জায়গায় ভাষা সন্ত্রাসের কথা বলছে', পোস্ট মমতার।


















