Weather News : আজ দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
ABP Ananda LIVE :পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আনন্দ মাটি করেনি প্রকৃতি। কিন্তু একাদশী-দ্বাদশীতে বাংলাজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
৩ অক্টোবরের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের বীরভূম জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘন্টা) এবং বজ্রপাত সহ বজ্রপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) এবং বজ্রপাত হতে পারে।


















