Weather Report: আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ! কী বলছে আবহাওয়া দফতর?
ABP Ananda Live: আজ বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে। রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি মাসে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও কালকের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। শনি থেকে সোমের মধ্যে উত্তরবঙ্গের ৫টি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির জন্য পূর্বাভাস আবহাওয়া দফতরের।
মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


















