(Source: ECI | ABP NEWS)
Cyclone News : দানা বাঁধছে ঘূর্ণিঝড় মন্থা, এগোচ্ছে উপকূলের দিকে। কবে আছড়ে পড়তে পারে উপকূলে ?
ABP Ananda LIVE: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। মঙ্গলবার ১১০ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত ৩ দিন ঝডবৃষ্টির আশঙ্কা রয়েছে এরাজ্যে। দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা আর তার লাগোয়া অঞ্চলে সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। বুধবার থেকে উপকূল এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। ওই দুদিন কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দানা বাঁধছে ঘূর্ণিঝড় মন্থা, এগোচ্ছে উপকূলের দিকে। কবে আছড়ে পড়তে পারে উপকূলে ?





















