Alipurduar: সরকারি কোয়ার্টার্সেই চুক্তিভিত্তিক কর্মীর মা-ভাই-নাবালক ছেলে বীভৎস পরিণতি
ABP Ananda Live: আলিপুরদুয়ারের মাদারিহাটেও এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। সরকারি কোয়ার্টার্সেই চুক্তিভিত্তিক কর্মীর মা-ভাই-নাবালক ছেলের দেহ। গতকাল একটি ঘরে ঝুলন্ত অবস্থায় ভাইয়ের দেহ, মেঝেতে নাবালক ছেলে। পাশের ঘরে মেঝেতে মৃত অবস্থায় মায়ের দেহ উদ্ধার।
হাসপাতাল থেকে ছাড়া পেতেই ট্যাংরাকাণ্ডে গ্রেফতার প্রসূন দে, পেশ করা হয়েছে আদালতেও
হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার প্রসূন দে। ট্যাংরায় ৩ জনকে খুন কে ? আগেই লালবাজার সূত্রে মিলেছিল খবর, যে হাসপাতাল থেকে ছাড়া হলেই করা হতে পারে গ্রেফতার। গতকাল NRS থেকে ছাড়া হতেই, প্রসূণকে নিয়ে যাওয়া হয়, ট্যাংরা থানায়। গতকাল করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অবশেষে এবার গ্রেফতার প্রসূন দে। স্ত্রী-মেয়ে-বৌদিকে খুনের অভিযোগ, ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে প্রসূন।আইনজীবী রাখতে চান না বলে শিয়ালদা কোর্টে জানালেন প্রসূন দে।
'উনি আইনজীবী রাখতে চাইছেন না, ওকালতনামায় সই করছেন না। বলছেন চার্জশিট হলে আইনের হাত ধরে মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই', শিয়ালদা কোর্টে জানালেন লিগ্যালএইডের আইনজীবী। 'বিনা পয়সায় সরকারি আইনজীবী, কোনও টাকা লাগবে না তাও রাখবেন না?', বিচারকের প্রশ্নের মুখে ফের ঘাড় নেড়ে 'না' বললেন প্রসূন দে। 'পুলিশ হেফাজতে চাইছে, জেল নয়, ওদের কাছে থাকতে হবে',কিছু বলার আছে কিনা প্রসূনের কাছে জানতে চান বিচারক । প্রসূন না বলার পরেই পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের ।


















