Mamata On OBC Issue: ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে ওবিসি জট? ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট মুখ্যমন্ত্রীর। কোন কোন ক্ষেত্রে ওবিসি শ্রেণিতে অন্তর্ভুক্ত। বিধানসভায় রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর।
বিধানসভার বিশেষ অধিবেশনে কাটতে চলেছে ওবিসি জট? ওবিসি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নতুন করে কীভাবে সার্ভে করা হয়েছে, তালিকা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন কাজ ওবিসি শ্রেণিতে অন্তর্ভুক্ত, বিধানসভায় সেই রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর। 'কোনও ধর্মের ভিত্তিতে কাউকে ওবিসি কোটায় আনা হয়নি'। 'আর্থিক ভাবে যারা পিছিয়ে পড়েছেন, তারা ওবিসি-এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি করা হয়েছে'। 'যারা অপেক্ষাকৃত কম পিছিয়ে তাদের বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি করা হয়েছে'। 'মোট অন্তর্ভুক্ত হয়েছে ১৪০ টি, ওবিসি-এ ৪৯, ওবিসি-বি ৯১, ৫০ টি সার্ভের কাজ চলছে'। 'সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশমত এই সার্ভের কাজ চলছে'।

















