Bank Bandh: আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘট, ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনও শামিল
ABP Ananda LIVE : কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন। অভিযোগ, ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড চালু করে কর্মচারীদের নূন্যতম মজুরি, চিকিৎসা পরিষেবা-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা এবং শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আজকের ধর্মঘটে সামিল হচ্ছে ব্য়াঙ্ক কর্মচারীদের বিভিন্ন সংগঠনও। এর ফলে ব্য়াঙ্ক ও এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ, তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলিতে ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি, ট্রাকগুলির টায়ার পাংচার করে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না। অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।

















