Diamond recovered:ব্যাঙ্ককর্মীর বাড়িতে কুবেরের ধন! ব্যাঙ্কের কর্মীর বাড়িতে মিলল ১০ কোটি টাকার হিরে
ABP Ananda LIVE : ব্যাঙ্ককর্মীর বাড়িতে কুবেরের ধন! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীর বাড়িতে মিলল ১০ কোটি টাকার হিরে। ব্যাঙ্ককর্মীর বাড়িতে ১০ কোটি টাকার হিরে ও ১ কোটি টাকার সোনা। গয়না, বাট, কয়েন মিলিয়ে ১ কোটি টাকার সোনা উদ্ধার। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে চুরির অভিযোগে আগেই গ্রেফতার ব্যাঙ্ককর্মী-সহ ২। এর আগে ধৃত ব্যাঙ্ককর্মীর কসবা-নিউটাউনের বাড়িতেও তল্লাশি চলে। কসবা-নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ লক্ষের গয়না, ৩০ লক্ষ নগদ।
Firhad Hakim: 'এখন ন্যাকা সেজে কী হবে'? বাঘাযতীনে বহুতল ভাঙা নিয়ে কাকে এই নিশানা ফিরহাদের?
বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। ফলে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, 'দায়িত্ববান পুরসরভার কর্মীদের তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা বাড়িটাই ভেঙে ফেলা হবে। সিনিয়র ইঞ্জিনিয়াররা ওখানে রয়েছেন। কলোনি এলাকায় অনেকেই নিজেরাই বাড়ি করে নিয়েছেন। কোনও প্ল্যান না করেই। এই পাপের বোঝা আমাদের নয়, বাম আমল থেকে চলছিল। এখন সেটা আমাদের বইতে হচ্ছে। বাম আমলে কিছু তো অনলাইন ছিল না। আমরা যখন ক্ষমতায় এসেছি তখন ওই সব ফাইলই কিছু পাচ্ছি না। আমরা দায় চাপাচ্ছি না। বামেরা ট্র্যাডিশনটা শুরু করেছিল। সেই অভ্যাস তো রয়ে গেছে। সেই সময় কঠোর হলে আজ এসব হত না। অনেক ভুল প্ল্যান মঞ্জুর হয়েছে। এখন এসব ন্যাকা সেজে কী হবে।'


















