Siliguri News : স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় পুলকারে আগুন। প্রানে বাঁচলো ১৪ জন স্কুল পড়ুয়া
ABP Ananda LIVE : স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় পুলকারে আগুন। শিলিগুড়ির মাটিগাড়ায় পুলকারে আগুন। আগুনে ভস্মীভূত পুলকার, আতঙ্কে স্কুল পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পেল বেসরকারি স্কুলের ১৪ জন পড়ুয়া। যান্ত্রিক ত্রুটির কারণে পুলকারে আগুন, সূত্রের খবর। চলন্ত গাড়িতে আগুন। প্রানে বাঁচলো ১৪ জন স্কুল পড়ুয়া। জানা গিয়েছে শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিলো একটি পুলকার। সেই সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ন ভষ্মীভূত হয়ে যায়। যদিও গাড়িতে থাকা স্কুলছাত্রদের কোন ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
West Bengal News: বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে
বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে। চাপ বাড়াতে নির্বাচন কমিশনে বিজেপি-তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে রাজ্য বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনে রাজ্য বিজেপির ১০ জন সাংসদ। নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসেরও ১০ জন সাংসদ। বাংলায় ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা রয়েছে, দাবি করেছিল রাজ্য বিজেপি। ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসও।


















