TMC Worker Murder News: তৃণমূল নেতার দেহ উদ্ধার, মাদক খাইয়ে বেহুঁশ করে পিটিয়ে খুনের অভিযোগ
ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার পরিবারের দাবি, গতকাল সকালে বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। 'প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল', সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয়, অভিযোগ মৃতের পরিবারের। খুনের কারণ খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ।


















