West Bengal News: ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য
ABP Ananda LIVE : ভোটার লিস্টে কারচুপি, ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য, সূত্রের খবর। সাসপেন্ড হলেও ৪ অফিসারের বিরুদ্ধে FIR হল না। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস।
একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়
একটি বুথেই ৯ জন মৃত ভোটারের নাম রয়েছে তালিকায়। এমন অদ্ভূতুড়ে কাণ্ড ঘটেছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। ভোটারদের কেউ মারা গেছেন ৫ বছর আগে, কারও ৩ বছর আগে মৃত্যু হয়েছে।অভিযোগ, তারপরেও ভোটার তালিকায় বহাল তবিয়তে বেঁচে আছেন মৃত ভোটাররা। 'BLO-র স্বামী-ছেলে বিজেপি করেন বলেই ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারদের নাম কাটা হয়নি', চাঞ্চল্যকর অভিযোগ দাঁইহাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরের। রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন BLO। মৃত ভোটারদের ভোটে জিতে এবার ধরা পড়ার ভয়ে ভীত তৃণমূল, কটাক্ষ বিজেপির



















