TMC News: 'হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি', বললেন তাপসী মণ্ডল
ABP Ananda Live: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারীকল্যাণ দফতরের আন্ডারটেকিং চেয়ারপার্সন করা হল তাঁকে । 'হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি' । 'ভোটে কী হবে, তখনই দেখা যাবে'। 'জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে' । 'বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না' ।'শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি' । বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল ।
'মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না', তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না শুভেন্দু
মুখ্য়মন্ত্রী সঙ্গে বৈঠকে না বিরোধী দলনেতার। ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিতি থাকছেন বলেই তিনি ওই বৈঠকে যাবেন না শুভেন্দু। আগেই যদিও বৈঠকে না যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "অভয়াকাণ্ডের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনও বৈঠকে থাকলে আমি যোগ দেব না।" শুভেন্দু এবার জানিয়েছেন, বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। (Suvendu Adhikari)
আগামী ১৯ তারিখ রাজ্য তথ্য় কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপার্সন মমতা। প্রশাসনিক বৈঠগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার। ওই বৈঠকে থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। কিন্তু মমতার সঙ্গে কোনও বৈঠকে বসবেন না যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। গতকাল রাতেই সেকথা জানিয়েছিলেন, রাজ্যপালকেও নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।




















