Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও চলবে রেমাল-দুর্ভোগ, কোথায় কোথায় সতর্কতা? | ABP Ananda LIVE
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও চলবে রেমাল-দুর্ভোগ। এর মধ্যে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৭ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকছে।
রেমাল-দুর্যোগে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। শিয়ালদা উত্তরে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলছে না। রেল সূত্রে খবর, বিভিন্ন জায়গায় ট্রেন লাইনের ওপর গাছ ভেঙে পড়ে আছে। গাছ তুলে ট্র্যাক পরিষ্কার করে পরীক্ষার পর ট্রেন চালু করতে সময় লাগবে। পরিস্থিতি খতিয়ে দেখে সকাল ৯টার পর লোকাল ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছে পূর্ব রেল। সপ্তাহের প্রথম কাজের দিনে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হাজার হাজার ট্রেন যাত্রী।