Cyclone Remal Updates: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'?
বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ রাতেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে বাংলাদেশ ও রাজ্য়ের উপকূলভাগে। তার জেরে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও. বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সাময়িক ভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় হতে পারে ১৩৫ কিলোমিটার। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওয়া, হুগলি ও কলকাতায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।



















