![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cyclone Remal: তছনছ করে দিতে পারে শক্তিশালী সাইক্লোন রেমাল? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
আসতে আর বেশি দেরি নেই। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হয়েছে নিম্নচাপ ( Depression )। শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলার দিকে । গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয় সিস্টেমটি। তারপর তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই তার নাম হবে রেমাল। আয়লা, আমফান, ফণী, ইয়াসের মতোই কি ভয়ানক হবে এই ঘূর্ণিঝড়ের অভিঘাত ? তা তো বলবে সময়ই। তবে পূর্বাভাস বলছে, বেশ তীব্র আঘাত হানতে পারে এই ঝড়।
শনিবার সন্ধের মধ্যেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আর রবিবার সকালের মধ্যেই তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। তখনই তার নাম হবে রেমাল। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে, রবিবার মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
![Kunal Ghosh: RG করের ঘটনা কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত, আক্রমণ কুণালের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/12/176a65bc2f9fb09f10a8752f53a6628f1734027450835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)